Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বরিশালে কালেরকন্ঠের ১০ম বর্ষ পূর্তিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
Details
আজ ১০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিকে। কালের কন্ঠ বরিশালের আয়োজনে, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে। কালের কন্ঠের ১০ম বর্ষ পূর্তিতে একজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি ৫ জন নারী বৃদ্ধাশ্রম নিবাসিদের মাঝে শীতবস্ত্র (শাল) বিতরণ করা হয়। পরে সেখানে অন্যান্য অতিথিদের পাশাপাশি বৃদ্ধাশ্রমের নারী বৃদ্ধাদের নিয়ে কালের কন্ঠের ১০ম বর্ষপূর্তির কেক কাটেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে সংবর্ধনার আয়োজন করে কালের কন্ঠের বরিশাল ব্যুরো অফিস। এসময় তাকে উত্তরীয়, একটি ক্রেস্ট এবং নগদ ১০ হাজার টাকা দিয়ে সংবর্ধনা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক তুলেদেন কালের কন্ঠের বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলাম এর হাতে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ  সরকরি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল মোঃ মোস্তফা কামাল, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, কালের কন্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Images
Attachments
Publish Date
11/01/2020
Archieve Date
08/02/2020