Title
রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের সমাপনী পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Details
আর নয় ঝরে পড়া, আনন্দ স্কুলে লেখাপড়া এই স্লোগান নিয়ে আজ ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বাস্তবায়নে, আভাস এর আয়োজনে আনন্দ স্কুলের শিক্ষক, সিসিএফ ও বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে, আভাস কনফারেন্স রুম বরিশালে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প আরবন স্লাম আনন্দ স্কুলের ২০২০ সালের সমাপনী পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প মোঃ দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার। বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল এস এম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, পিটিআই সুপার বরিশাল দীনা ইয়াসমিন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আনন্দ স্কুলের শিক্ষক, সিসিএফ ও বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা এক আলোচনা সভায় রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প আরবন স্লাম আনন্দ স্কুলের ২০২০ সালের সমাপনী পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।