বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে রয়েছে ভগ্নপ্রায় চৌধুরীবাড়ি যা জমিদারবাড়ি হিসেবে পরিচিত
0
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে রয়েছে ভগ্নপ্রায় চৌধুরীবাড়ি যা জমিদারবাড়ি হিসেবে পরিচিত। উলানিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা সুবাদার হানিফ, যিনি ভারতীয় মুসলমান ছিলেন না। তাঁর ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ শেখ মোহাম্মদ আসাদ আলী ভাগ্যান্বেষণে সুদূর পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি প্রথমে অযোধ্যায় ও পরে মুর্শিদাবাদে বসতি স্থাপন করেন।
মোহাম্মদ হানিফ সৈনিক বিভাগে চাকরি করতেন। পরে তিনি ওলন্দাজ দস্যু দল, মগ ও ফিরিঙ্গি দলকে বাকেরগঞ্জ জেলার সাগর উপকূল থেকে সমূলে উৎখাত করেন। পিশাচ প্রকৃতির দস্যুদলের পৈশাচিক তাণ্ডবে যে স্থান জনমানব শূন্য জঙ্গলে পরিণত হয়েছিল, তা-ই আবার ধীরে ধীরে মোহাম্মদ হানিফের তত্ত্বাবধানে জনবহুল হয়ে উঠল। সুবাদার হানিফের এই বীরত্বপূর্ণ কাজের ফলস্বরূপ তাঁর পরবর্তী বংশধর এই ভূখণ্ডের জমিদার পদে অধিষ্ঠিত হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস