Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাহিলাড়া মঠ
স্থান

মাহিলাড়া,গৌরনদী

কিভাবে যাওয়া যায়

মাহিলাড়া বাস স্ট্যান্ড রিক্সায় যাওয়া যায় ।

যোগাযোগ

0

বিস্তারিত

নবাবআলীবর্দি খানের ১৭৪০-১৭৫৬ সনের শাসনামলে সরকা রুপরাম দাস গুপ্ত নামক এক ব্যাক্তি কর্তৃক নির্মিত। ইহা সরকার মঠ নামেও পরিচিত। মঠটির উচ্চতা ভুমি হতে প্রায় ২৭.৪০ মিটার। মঠটি বর্গাকারে নির্মিত ভিতরে একটি কক্ষ এবং পশ্চিম দেয়ালে একটি খিলান যুক্ত প্রবেশ পথ সহ অলংকরণ রয়েছে। বর্নিত বিবেচনায় মঠটি পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত করা যেতে পারে। উল্লেখ্য যে, মাহিলাড়া মঠটি প্রত্মতত্ব অধিদপ্তর  কর্তৃক ঐতিহাসিক মঠ হিসেবে স্বীকৃত পেয়েছে।