Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ দায়িত্বাবলি

 

১. রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা :

১) জেলার রাজস্ব অফিসসমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ

২) ভূমি উন্নয়ন কর নির্ধারণ, আদায়, মওকুফ ও পুনঃনির্ধারণ

৩) ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ ও হালনাগাদকরণ

৪) কৃষি ও অকৃষি খাস জমি এবং অন্যান্য সরকারি সম্পত্তির বন্দোবস্ত প্রদান

৫) অধিগ্রহণকৃত কিন্তু অব্যবহৃত জমি পুনরায় খাসকরণ

৬) সরকারি কর বহির্ভূত রাজস্ব আদায় ও এ সংক্রান্ত হিসাব বিবরণী সরকারের কাছে প্রেরণ

৭) রাজস্ব মামলায় আপিল শুনানি

৮) রাজস্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত

৯) হাট-বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন

১০) হাট-বাজারের পেরিফেরি নির্ধারণ

১১) নতুন হাট-বাজার স্থাপন প্রক্রিয়াকরণ

১২) সায়রাত মহালসহ সরকারের অন্যান্য মহাল ব্যবস্থাপনা

১৩) চা বাগানের জমি ব্যবস্থাপনা ও তদারকি

১৪) রেকর্ডরুম ব্যবস্থাপনা

১৫) সরকারি দলিলপত্রাদির নকল সরবরাহ

১৬) অর্পিত, খাস, পরিত্যক্ত সম্পত্তি এবং বিনিময় সম্পত্তি ব্যবস্থাপনা

১৭) সরকারি স্বার্থসংশ্লিষ্ট দেওয়ানি মামলা পরিচালনা তত্ত্বাবধান

১৮) আন্তঃজেলা সীমান্তবিরোধ মীমাংসা

১৯) সিকস্তি জমির ক্ষেত্রে এডিলাইন হালনাগাদকরণ ও পয়স্তি ভূমির ক্ষেত্রে চর্চা ম্যাপ প্রস্তুত

২০) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাধারণ ভূমি জরিপ কর্মসূচিকে সহায়তা প্রদান

২১) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচিকে সহায়তা প্রদান

২২) ইউনিয়ন ভূমি অফিস সৃজন

২৩) জেলা ভূমি অফিসসমূহের রক্ষণাবেক্ষণ ও সংস্কার

২৪) রাজস্ব বিষয়ক রিপোর্ট ও রিটার্ন সরকার বরাবর প্রেরণ

২৫) সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট ভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ ও খাসজমি পুনরুদ্ধার

২৬) বন আইন অনুযায়ী বনভূমি ব্যবস্থাপনা

২৭) জেলার রাজস্ব সম্মেলন আয়োজন

২৮) কৃষি ও অকৃষি খাসজমি ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন

২৯) দরিদ্র এবং ভূমিহীনদের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচি (যেমন, আশ্রয়ণ, আবাসন, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম এবং জলবায়ু-দুর্গত মানুষের পুনবার্সন প্রকল্পের বাস্তবায়ন ও তদারকি)

৩০) সরকারের ভূমি সংস্কার নীতিমালা বাস্তবায়ন

৩১) বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক প্রসেস জারি ও জরিমানা আদায়

৩২) বিজ্ঞ আদালতের রায়/ডিক্রি/আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ

৩৩) অকৃষি কার্যক্রমের সম্প্রসারণ থেকে মূল্যবান কৃষি জমি রক্ষায় বৈশিষ্ট্যভিত্তিক ভূমি বিভক্তি পদ্ধতি প্রবতনের উদ্যোগ গ্রহণ

৩৪) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় মালিকাধীন সম্পত্তির বিক্রি/হস্তান্তরের ক্ষেত্রে অনাপত্তি সনদ প্রদান

৩৫) জেলার রাজস্ব আদালত ও অফিস পরিদশন

৩৬) জেনারেল সার্টিফিকেট অফিসারের কোর্ট পরিদশন

৩৭) ভূমি রেজিস্ট্রেশন ম্যানুয়েল এবং প্রাসঙ্গিক  বিধিবিধান অনুসরণে অবমূল্যায়িত (ইম্পাউন্ড) মামলার নিষ্পত্তি

৩৮) পৌরসভা এলাকার বাইরে সায়রাত মহাল/হাট-বাজারের টোল নির্ধারণ

৩৯) ল্যান্ড ইউজ প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা প্রদান

৪০) প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা

৪১) কোট অব ওয়ার্ডস সম্পর্কিত কার্যাবলি এবং

৪২) রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সংস্থাপন বিষয়াদি।

 

২. জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি :

১) ১৮৬০ সালের দন্ডবিধি ও ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন

২) ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন

৩) জেল কোড অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন

৪) মোবাইল কোট আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোট পরিচালনা

৫) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী সান্ধ্য আইন জারির ক্ষমতা

৬) সকল মাইনর এ্যাক্ট অনুযায়ী ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন

৭) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ম্যাজিস্ট্রিরিয়াল কার্যাবলি তত্ত্বাবধান ও পরিবীক্ষণ

৮) নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ

৯) রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কার্যক্রম

১০) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আাদালত পরিদর্শন/দর্শন

১১) জেলখানা পরিদর্শন/দর্শন

১২) থানা পরিদর্শন/দর্শন

১৩) জিপি, স্পেশাল জিপি, ভিপি-জিপি, এজিপি, পিপি, স্পেশাল পিপি, এপিপি নিয়োগের জন্য সুপারিশ প্রেরণ এবং

১৪) জিপি, স্পেশাল জিপি, ভিপি-জিপি, এজিপি, পিপি, স্পেশাল পিপি, এপিপি সম্পর্কিত প্রশাসনিক ও সংস্থাপন বিষয়াদি।

 

৩. জনশৃঙ্খলা ও জননিরাপত্তা :

১) দাঙ্গা, হরতাল, রাজনৈতিক উত্তেজনা, শ্রমিক অসন্তোষ ইত্যাদি জরুরি পরিস্থিতির সময় জনশৃঙ্খলা বিধান

২) বিবাদমান পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ১৮৯৮ সালের ফৌজদারী কাযবিধির ১৪৪ ধারা মতে ব্যবস্থা গ্রহণ

৩) গুন্ডা, টাউট, সন্ত্রাস দমন এবং চোরাকারবার, মাদকব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণ

৪) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আটকাদেশ প্রদান

৫) সরকারি সম্পত্তির (জমা-জমি, দালান কোঠা ইত্যাদি) দখল পুনরুদ্ধার সংক্রান্ত কার্যক্রম

৬) এসিডের অপব্যবহার রোধ

৭) মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ

৮) নারী ও শিশু নির্যাতন রোধ

৯) বাল্য বিবাহ রোধ

১০) যৌতুক নিরোধ

১১) জঙ্গিবাদ দমন

১২) নারী ও শিশু পাচার রোধ

১৩) চোরাচালান প্রতিরোধ

১৪) হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ

১৫) জালনোট প্রচলন রোধ এবং

১৬) যৌন হয়রানি (ইভ টিজিং) প্রতিরোধ।

 

৪. আইন-শৃঙ্খলা :

১) ১৮৬১ সালের পুলিশ আইন এবং ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস অনুযায়ী অপরাধ দমন কার্যক্রমে পুলিশ বিভাগের উপর সাধারণ নিয়ন্ত্রণ

২) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন

৩) অপরাধ প্রবণতা হ্রাসে কাযকর উদ্যোগ গ্রহণ

৪) গুরুতর অপরাধ দমনে কাযকর উদ্যোগ গ্রহণ

৫) জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাপূবক জনজীবনে স্বস্তি আনয়ন

৬) বিশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভবের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে সম্প্রসারিত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ

৭) আইন-শৃঙ্খলা রক্ষার্থে নতুন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি স্থাপনেরর প্রস্তাব প্রেরণ এবং

৮) আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিস্থিতি, প্রাণহানি, দুর্ঘটনা, দুর্যোগ ইত্যাদি বিষয়ে সরকারের  আশু দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষণিক প্রতিবেদন প্রেরণ।

 

৫. জেলখানা :

১) জেল কোড অনুযায়ী জেলখানার কর্মকাণ্ডের তত্ত্বাবধান

২) জেলাখানা নিয়মিত পরিদর্শন ও দর্শন

৩) বেসরকারি জেল ভিজিটর নিয়োগের প্রস্তাব প্রক্রিয়াকরণ

৪) সাজাপ্রাপ্ত বন্দী এবং বিচারাধীন আসামীদের জেলখানায় ডিভিশন মঞ্জুর

৫) কারাবন্দীদের প্রাপ্যতা অনুযায়ী খাবার প্রদান নিশ্চিতকরণ

৬) বন্দী কল্যাণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং

৭) ডিটেনশনে থাকা ব্যক্তিদের সাথে সাক্ষাতের অনুমতি প্রদান।

 

৬. পর্যটন :

১) বিদ্যমান পর্যটন স্পটগুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ

২) বিদ্যমান পর্যটন স্পটগুলোর নান্দনিক সৌন্দয বজায় রাখাসহ পরিবেশ সংরক্ষণে উদ্যোগ গ্রহণ

৩) বিদ্যমান পর্যটন স্পটগুলোর আগত পযটকদের নিরাপত্তা বিধানে উদ্যোগ গ্রহণ

৪) প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে জেলায় স্থানীয়ভাবে পযটনের সু্যোগ সুবিধা সৃষ্টি

৫) পর্যটন খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ এবং

৬) পর্যটন সুবিধা সৃষ্টির জন্য সরকারের নিকট প্রস্তাব প্রেরণ।

 

৭. আগ্নেয়াস্ত্র  নিয়ন্ত্রণ :

১) ১৮৭৮ সালের আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ

২) সকল ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন, বাতিল ও পুনর্বহাল সম্পর্কিত যাবতীয় কার্যক্রম গ্রহণ

৩) বৈধ আগ্নেয়াস্ত্র ডিলার এবং দোকান মালিকদের কম্পিউটারাইজড ডাটাবেজ প্রস্তুত ও হালনাগাদকরণ এবং

৪) সকল ধরণের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের/স্বত্বাধিকারীদের কম্পিউটারাইজড ডাটাবেজ প্রস্তুত ও  নিয়মিত হালনাগাদকরণ।

 

৮. রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি :

১)  মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি

২) সমর পুস্তিকা সংক্রান্ত কার্যাদি

৩) সাইফার ও ডি-সাইফার সম্পর্কিত পুস্তকাদির সংরক্ষণ এবং প্রাপ্ত সাইফার বার্তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ

৪) গোপনীয় পুস্তকাদির নিরাপদ হেফাজত সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ

৫) ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেক্টস এ্যাক্ট অনুযায়ী অতীব গোপনীয় বিষয়াদি প্রক্রিয়াকরণ এবং

৬) KPI সমূহের নিরাপত্তা তদারকি।

 

৯. গোপনীয় প্রতিবেদন :

১ ) জেলার সার্বিক অবস্থার উপর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন সরকারে কাছে প্রেরণ

২) বিশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ

৩) বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার গোপনীয়  প্রতিবেদন প্রেরণ এবং

৪) বিশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন প্রেরণ।

১০. ট্রেজারি ও স্ট্যাম্প :

১) ১৯৫৭ সালে প্রণীত ট্রেজারি রুলস্ ‍এবং সাবসিডিয়ারি রুলস অনুযায়ী ট্রেজারির কার্যক্রম পরিচালনা

২) নিয়মিত ট্রেজারি ভেরিভিকেশন করা

৩) পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র, গোপনীয় কাগজপত্র, অতি মূ্ল্যবান ও স্পর্শকাতর  এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি সামগ্রির সাময়িক হেফাজত

৪) ১৮৯৯ সালের স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী স্ট্যাম্প ব্যবস্থাপনা

৫) স্ট্যাম্প, ভেন্ডর লাইসেন্স মঞ্জুর, নবায়ন ও বাতিল সম্পর্কিত কার্যক্রম

৬) সরকার থেকে প্রাপ্ত স্ট্যাম্প মওজুদ ও বিক্রির ব্যবস্থাকরণ

৭) সরকার থেকে প্রাপ্ত ডাকটিকিট ও অন্যান্য টিকিট/ স্ট্যাম্প মওজুদ এবং বিক্রির ব্যবস্থাকরণ

৮) স্ট্যাম্প ও ডাক টিকিটের মওজুদ ও বিক্রি সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ এবং

৯) অপ্রচলিত ও বাতিল স্ট্যাম্প এবং ডাকটিকিট বিনষ্টকরণের উদ্যোগ গ্রহণ।

 

১১. দুর্নীতি দমন :

১) দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা প্রদান;

২) জনগণ কর্তৃক দুর্নীতির বিষয়ে দাখিলকৃত অভিযোগের প্রক্রিয়াকরণ এবং

৩) দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ।

 

১২. জন-উদ্বুদ্ধকরণ :

১) বিভিন্ন সামাজিক সমস্যা যেমন-যৌন হয়রানি, নারী নির্যাতন, মাদক সেবন, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি নিরসনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের  সাথে মতবিনিময় এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ

২) জনগণকে সম্পৃক্ত করে স্থানীয়ভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং

৩) সরকারি নতুন কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ।

 

১৩. লাইসেন্স :

১) ভোগ্যপণ্য এবং সি আই শীট, সিমেন্ট, সিগারেট, স্বর্ণ, আয়রন, স্টিল ইত্যাদির ডিলিং লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ

২) বিষাক্ত দ্রব্য, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য এবং মদ, মানি লেন্ডিং, ইটভাটা, মোটর ড্রাইভিং, সিনেমা হল, হোটেল এবং রেস্টুরেন্ট ইত্যাদির লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ

৩) বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় ‘অনাপত্তি সনদ’ প্রদান

৪) সরাই এ্যাক্ট, এসিড (স্থানান্তর, সংরক্ষণ এবং বিপণন) এ্যাক্টের আওতায় লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ

৫) নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন চিনি, লবণ ইত্যাদির লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ এবং

৬) প্রয়োজনে টিসিবিসহ অন্যান্য ডিলার নিয়োগ।

 

১৪. মুক্তিযুদ্ধ বিষয়ক :

১) মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিকরণে সহযোগিতা প্রদান

২) শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণ

৩) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ

৪) মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীঢ মর্যাদায় দাফন/ শেষকৃত্য অনুষ্ঠানে সরকারেরর  প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণ, প্রয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান

৫) মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কাযক্রম তদারকি

৬) মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থানসমূহ চিহ্নিতকরণ ও সংরক্ষণে কার্যক্রম গ্রহণ এবং

৭) মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে সহযোগিতাকরণ।

 

১৫. সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুমদখল :

১) জনস্বার্থে ভূমি, ভবন, যানবাহন ইত্যাদি অধিগ্রহণ ও হুকুম দখল সম্পর্কিত কার্যাদি

২) জেলা ভূমি বরাদ্দ কমিটির কার্যাদি

৩)  জেলা সাইট সিলেকশন কমিটির কার্যাদি

৪) অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের অথ পরিশোধ সংক্রান্ত কার্যাদি

৫) অধিগ্রহণকৃত অথচ অব্যবহৃত ভূমি পুনঃগ্রহণ সংক্রান্ত কার্যাদি এবং

৬) জনস্বার্থে হুকুম দখলকৃত সম্পত্তি অবমুক্তকরণ।

 

১৬. সংবাদপত্র এবং প্রকাশনা :

১) সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রকাশের অনুমতি প্রদান

২) প্রিন্টিং প্রেস স্থাপনের  যথাথতা যাচাইপূবক অনুমতি প্রদান

৩) সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রকাশের জন্য অনুমতি/ঘোষণা বাতিল

৪) প্রকাশনা নিষিদ্ধকরণ/ সাময়িক স্থগিতকরণ;

৫) সংবাদপত্র, সাময়িকী ইত্যাদির এবং প্রিন্টিং প্রেস এর মালিকানা অনুমোদন এবং

৬) ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেস এ্যান্ড পাবলিকেশন এ্যাক্ট অনুযায়ী অন্যান্য কার্যক্রম গ্রহণ।

 

১৭. নির্বাচন :

১) নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠানে অর্পিত দায়িত্ব পালন

২) ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ তত্ত্বাবধান

৩) জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও হালনাগাদকরণ তত্ত্বাবধান

৪) সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকা নির্ধারণ এবং পুনঃনির্ধারণ

৫) জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের নিমিত্তে নির্বাচন অপরাধ দমনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং

৬) নির্বাচন কমিশন কর্তৃক সময় সময় অর্পিত অন্য যে কোন দায়িত্ব পালন।

 

১৮. সীমান্ত বিষয়াদি :

১) জেলা চোরাচালান টাস্কফোর্স কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ

২) জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং চোরাচালান অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ

৩) নির্ধারিত সীমান্ত হাট পরিচালনা ও ব্যবস্থাপনা

 

১৯. পরিসংখ্যান :

১) আদমশুমারি সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয়  সহযোগিতা প্রদান এবং

২) বিশেষ শুমারি যেমন-কৃষিশুমারি, স্বাস্থ্যশুমারি, শিক্ষাশুমারি, সামাজিক নিরাপত্তা বেস্টনীশুমারি ইত্যাদি সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

 

২০. দুর্যোগ ব্যবস্থাপনা :

১) দুর্ভিক্ষ কোড, দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলি (Standing Orders on Disaster) ও নীতিমালা এবং বিভিন্ন সময়ে জারিকৃত প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, স্মারক ইত্যাদির মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগোত্তর সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ;

২) ত্রাণ ও পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত জেলা কমিটিগুলোতে সভাপতির  দায়িত্ব পালন

৩) দুর্যোগ ক্ষতিগ্রস্থ এলাকা দুর্যোগোত্তর তাৎক্ষণিক দর্শন/পরিদর্শন

৪) সাধারণ (খাদ্য ও নগদ) ত্রাণ পরিচালনা ও টেস্ট রিলিফ প্রদান

৫) কাবিখা/ কাবিটা/ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমসূচির সুষ্ঠু বাস্তবায়ন

৬) ভিজিএফ/ ভিজিডি কমসূচির সুষ্ঠু বাস্তবায়ন

৭) অতি দরিদ্রদের জন্য গৃহীত কর্মসূচির বাস্তবায়ন, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ এবং

৮) সময় সময় সরকার কর্তৃক গৃহীত অন্য যে কোন ত্রাণ ও পুনবাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি তত্ত্বাবধনা ও পরিবীক্ষণ।

 

২১. খাদ্য :

১) খাদ্যশস্য সংগ্রহে সহযোগিতা প্রদান

২) খাদ্যশস্য গুদামজাতকরণে সহায়তা

৩) খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ

৪) খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে সহযোগিতা প্রদান

৫) খাদ্যগুদামের বার্ষিক ভেরিফিকেশন এবং প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রিট নিয়োগ

৬) অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর লাইসেন্স প্রদান

৭) খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোট পরিচালনা এবং

৮) খোলা বাজারে খাদ্য বিক্রয় কর্মসূচি (ওএমএস) এবং ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিক্রয়ের ডিলার নিয়োগ ও খাদ্য বিক্রয় কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণ।

 

২২. আনসার ও ভিডিপি:

১) আনসার ও ভিডিপির কার্যাদি সমন্বয়সাধন এবং তত্বাবধান

২) আনসার দ্বারা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা করা

৩) সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী আনসার নিয়োগের উদ্যোগ গ্রহণ

৪) গ্রাম আনসার (পুরুষ ও মহিলা) দলকে গ্রামের আইন-শৃঙ্খলা, সামাজিক কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন কমকান্ডে নিয়োজিত করার উদ্যোগ গ্রহণ এবং

৫) দুর্যোগপূব, দুর্যোগকালীন ও দুর্যোগ-উত্তর সময়ে জননিরাপত্তা বিধানে আনসার নিয়োগের উদ্যোগ গ্রহণ।

২৩. সিভিল ডিফেন্স :

১) রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম স্থাপন

২) স্বাভাবিক পরিস্থিতিতে ওয়ার্ডেন পোস্টস তত্ত্বাবধান

৩) নিয়মিত সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কাযক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণ এবং

৪) প্রতি বছর সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্‌যাপন।

 

২৪. শ্রম বিষয়ক :

১)  শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ব্যবস্থা গ্রহণ

২) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী/ আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে ভূমিকা রাখা

৩) শ্রমিক অসন্তোষ প্রশিমন ও নিয়ন্ত্রণ

৪) শিল্পাঞ্চল ও অন্যান্য অবৈধ শ্রম বন্ধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং

৫) মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে পারিস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখা।

 

২৫. সামাজিক নিরাপত্তা বেস্টনী :

১) মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা/স্বামী পরিত্যক্তার, বয়স্ক ইত্যাদি ভাতা বিতরণ কার্যক্রম তদারকি ও সমন্বয়

২) সরকারি ও বেসরকারি এতিমখানা, শিশু সদন, শিশুনিবাস ইত্যাদির এবং হাসপাতাল  রোগী কল্যাণ সম্পর্কিত বিভিন্ন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন, কার্যক্রম তদারকি ও সমন্বয়

৩) প্রবীণ দিবস পালন এবং প্রবীণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ

৪) প্রতিবন্ধীদের শিক্ষার সম্প্রসারণ এবং অন্যান্য কল্যাণমূলক কাজে সহায়তা প্রদান

৫) অটিস্টিক শিশুদের জন্য শিক্ষা ও অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ

৬) সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সফলতায়/সহায়তায় প্রদত্ত অনুদান প্রাপ্তদের বাছাই ও বিতরণ কাযক্রম তদারকি ও সমন্বয়

৭) এসিড সন্ত্রাসের শিকার নারী ও পুরুষদের মধ্যে অনুদান/ সহায়তা প্রদান

৮) শহরাঞ্চলের জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচির সভাপতি হিসেবে দায়িত্ব পালন

৯) জেলার এতিমখানায় ভর্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং

১০) সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে উন্নয়ন / অনুন্নয়ন খাত হতে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান।

 

২৬. পরিবার পরিকল্পনা:

১) জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভাপতির দায়িত্ব পালন

২) মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কার্যাবলি তত্ত্বাবধান ও সমন্বয় সাধন

৩) পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা

৪) পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণে সহায়তা এবং মানসম্মত পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ নিশ্চিতকরণে নির্মাণাধীন কেন্দ্র পরিদশন এবং

৫) পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা।

 

২৭. পেনশন ও পরিতোষিক:

১) অবসরপ্রাপ্ত কমচারিদের পেনশন ও পরিতোষিক দ্রুত প্রক্রিয়াকরণ

২) মৃত কর্মচারিদের যৌথবীমা ও কল্যাণ তহবিলের  আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ

৩) কর্মরত কর্মচারীদেরচিকিৎসাজনিত ব্যয়ের বিপরীতে আর্থিক সহায়তা  প্রাপ্তির আবেদন প্রক্রিয়াকরণ এবং

৪) বষপঞ্জির প্রথমে [Post Retirement Leave (PRL)]  পিআরএল  গমনকারী কমচারিদের ত্রৈমাসিক (জানুয়ারি-মাচ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর) তালিকা প্রস্তুতকরণ ওনির্ধারিত সময়ে পি আর এল অনুমোদন।

 

২৮. রাষ্ট্রাচার :

১) ভিভিআইপি ও ভিআইপিগণের সফর সমন্বয়

২) ভিভিআইপি ও ভিআইপিগণের জেলার সফরের সময় অভ্যর্থনা, আবাসন ও যানবাহনের ব্যবস্থাকরণ

৩) ভিভিআইপি ও ভিআইপিগণের জেলা সফরের সময়ে নিরাপত্তা,হাউজ গাড ও পুলিশ এস্কট ব্যবস্থার সমন্বয়

৪) ভিভিআইপি ও ভিআইপিগণের সভার আয়োজন করা

৫) ভিভিআইপি ও ভিআইপিগণের রাত্রিকালীন অবস্থানের জন্য সার্কিট হাউজ, ডাকবাংলো, রেষ্ট হাউজ ইত্যাদি সংরক্ষণ ও সার্কিট হাউজ ব্যবস্থাপনা এবং

৬) ভিভিআইপি ও ভিআইপিগণের ভ্রমণের জন্য বিমান, রেল, ষ্টিমার, লঞ্চ, বাস ইত্যাদির টিকেট সংরক্ষণ সমন্বয়।

 

২৯. পরিবহন ও যোগাযোগ :

১) জনস্বার্থে সরকারি ও বেসরকারি যানবাহন অধিযাচন

২) প্রয়োজনে পেট্রোলিয়াম,ওয়েল এবং লুব্রিকেন্ট বিক্রয় রেশনিং/ নিয়ন্ত্রণ

৩) প্রয়োজনে গ্যাস (সিএনজি) স্টেশন হাতে গ্যাস বিক্রয় রেশনিং/ নিয়ন্ত্রণ

৪) আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব পালন এবং এর কার্যাদি সম্পাদন

৫) আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের আওতায় জেলার মধ্যে যানবাহন চলাচলের জন্য রুট পারমিট ইস্যু অনুমোদন

৬) আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের আওতায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু অনুমোদন

৭) ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী মোবাইল কোট পরিচালনা এবং

৮) নিরাপদ সড়ক নিশ্চিতকরণ।

 

৩০. জেলা পরিবহন পুল :

১) জেলা পুলের যানবাহন রক্ষণাবেক্ষণ

২) জেলা পুলে কমরত কমচারিদের সংস্থাপন

৩) লিখিত অনুরোধ এবং জ্বালানী ও অন্যান্য আনুষঙ্গিক খরচ নির্বাহ সাপেক্ষে অন্যান্য সরকারি / আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত সংস্থাকে অধিযাচন করে জনস্বার্থে যানবাহন সরবরাহ এবং

৪) অতীব জরুরি প্রয়োজনে যেমন-দুর্যোগ, মহামারী, বড় ধরণের দুঘটনা ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিযাচন করে যানবাহন সরবরাহ।

 

৩১. শিক্ষা :

ক) প্রাথমিক গণশিক্ষা :

১) বিদ্যালয়ে গমন উপযোগী সকল শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম তত্ত্বাবধান

২) বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রাথমিক স্তরের সুষ্ঠু ভর্তি পরীক্ষা গ্রহণ, তত্ত্বাবধান ও সমন্বয়

৩) প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ঝরেপড়া রোধ কার্যক্রম তত্ত্বাবধান

৪) প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যের পাঠ্যবই  বিতরণ কর্মসুচি তত্ত্বাবধান ও সমন্বয়

৫) ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠান, তত্ত্বাবধান ও সমন্বয়

৬) প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও সরকার বরাবর প্রতিবেদন প্রেরণ

৭)Note-Books (Prohibition) Act,1980 অনুযায়ী প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ের নোট বই/ গাইড বই মুদ্রণ, প্রকাশ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্টপরিচালনা

৮)  প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  উপবৃত্তির সুষ্ঠু বিতরণ তত্ত্বাবধান

৯) জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক. শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি ক্যাটাগরিতেনির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন

১০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সম্পর্কিত সরকার প্রদত্ত দায়িত্ব পালন

১১) সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব দল গঠন কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় সাধন

১২) গণশিক্ষা ও বয়স্ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম তত্ত্বাবধান

১৩) প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ, মেরামত, সংস্কার ইত্যাদি কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন তত্ত্বাবধান

১৪) অনগ্রসর এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনে উদ্বুদ্ধকরণ ও উদ্যোগ গ্রহণ এবং

১৫) প্রয়োজনে নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ।

খ. মাধ্যমিক :

১) বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ, সুষ্ঠু ব্যবস্থাপনা তত্ত্বাবধান ও সমন্বয়

২) মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের  ঝরে পড়া রোধের কাযক্রম তত্ত্বাবধান

৩) মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কমসূচি তত্ত্বাবধান ও সমন্বয়

৪) জেএসসি ও জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষা নকল ও দুর্নীতিমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠান, তত্ত্বাবধান ও সমন্বয়

৫) মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও সরকার বরাবর প্রতিবেদন প্রেরণ

৬)Note-Books (Prohibition) Act,1980 অনুযায়ী মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের নোট বই/ গাইড বই মুদ্রণ, প্রকাশ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা

৭) মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  মাঝে উপবৃত্তির সুষ্ঠু বিতরণ তত্ত্বাবধান

৮) সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট ও গালস গাইড দল গঠন কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয়

৯) মাধ্যমিক বিদ্যালয়সমূহের নির্মাণ, মেরামত, সংস্কার ইত্যাদি কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন তত্ত্বাবধান

১০) শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

১১) বিদ্যালয়গুলোতে সহপাঠ্য কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধকরণ

১২) পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা

১৩) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোড এর প্রবিধানমালা অনুযায়ী বেসরকারি দাখিল মাদ্রাসাসমূহের  ব্যবস্থাপনা ও পরিচালনা

১৪) বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রবিধানমালা/রেগুলেশন্স অনুযায়ী বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনা

১৫) সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি দাখিল মাদ্রাসাসমূহের কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয়

১৬) প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনে উৎসাহ প্রদান এবং বিদ্যমান পাঠাগারসমূহ ব্যবহারে কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা

১৭) সকল মাধ্যমিক স্তরের বিদ্যালয়/মাদ্রাসায় মাদক বিরোধী কমিটি গ্রহণ এবং মাদকের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত রাখা

১৮) অনগ্রসর এলাকায় নতুন বিদ্যালয় স্থাপনে উদ্বুদ্ধকরণ ও উদ্যোগ গ্রহণ এবং

১৯)  প্রয়োজনে নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ।

গ. উচ্চ শিক্ষা :

১) বিভিন্ন সরকারি ও বেসরকারি মহাবিদ্যালয়ে সুষ্ঠু ভর্তি পরীক্ষা গ্রহণ তত্ত্বাবধান ও সমন্বয়

২) নকল ও দুর্নীতিমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমান এবং  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষাসমূহ অনুষ্ঠান তত্ত্বাবধান ও সমন্বয়

৩) পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা

৪) Note-Books (Prohibition) Act,1980 অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ের নোট বই/ গাইড বই মুদ্রণ, প্রকাশ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্টপরিচালনা

৫) উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির সুষ্ঠু বিতরণ তত্ত্বাবধান

৬) শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৭) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোড এর প্রবিধানমালা অনুযায়ী বেসরকারি আলিম ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসাসমূহের ব্যবস্থাপনা ও পরিচালনা

৮) বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রবিধানমালা/রেগুলেশন্স অনুযায়ী বেসরকারি মহাবিদ্যালয়সমূহের ব্যবস্থাপনা ও পরিচালনা

৯) সরকারি মহাবিদ্যালয় ও সরকারি আলিম ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসাসমূহের কাযক্রম সমন্বয়

১০) মহাবিদ্যালয়গুলোতে সহপাঠ্য কাযক্রম গ্রহণে উদ্বুদ্ধকরণ

১১) সকল মহাবিদ্যালয়ে বিএনসিসি ও রোভার স্কাউটস গঠন কাযক্রম তত্ত্বাবধান ও সমন্বয়

১২) প্রত্যেক মহাবিদ্যালয়ে পাঠাগার স্থাপনে উৎসাহ প্রদান এবং বিদ্যমান পাঠাগারসমূহ ব্যবহারে কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা

১৩) বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ সরকারি আইন/বিধিমালা/ নীতিমালা অনুযায়ী পরিচালিত না হলে সে বিষয়ে সরকারি বরাবর প্রতিবেদন প্রেরণ

১৪) সকল বিশ্ববিদ্যলয়/মহাবিদ্যালয়/ মাদ্রাসায় মাদক বিরোধী কমিটি গ্রহণ এবং মাদকের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত রাখা

১৫) শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্র বিরোধী কোন কাযক্রম যেন দানা বাঁধতে না পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ

১৬) অনগ্রসর এলাকায় নতুন মহাবিদ্যালয় স্থাপনে উদ্বুদ্ধকরণ ও উদ্যোগ গ্রহণ এবং

১৭) প্রয়োজনে নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ

 

৩২. নাগরিক বিনোদন

১) ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ এ্যাক্ট অনুযায়ী লাইসেন্স প্রদান ও প্রাসঙ্গিক অন্যান্য কার্যাদি

২) ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ এ্যাক্ট অনুযায়ী মোবাইল কোট পরিচালনা

৩) বিনোদন কর পরিহার প্রবণতা নিয়ন্ত্রণ

৪) বিদ্যমান বিনোদন স্থানসমূহ পরিদশন এবং নিরাপদ ও পরিচ্ছন্ন বিনোদন নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ

৫) জনসাধারণের জন্য নতুনভাবে নিরাপদ ও পরিচ্ছন্ন বিনোদনের সুযোগ সৃষ্টি

৬) বিদ্যমান আইন/অধ্যাদেশ/বিধি/নীতিমালা/প্রজ্ঞাপন/পরিপত্র অনুযায়ী শুধু দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূণ যাত্রা, সার্কাসম প্রদশনী, নাটক ইত্যাদি অনুষ্ঠানের অনুমতি প্রদান

৭) বিদ্যমান আইন/বিধি/নীতিমালা/প্রজ্ঞাপন পরিপত্র অনুযায়ী কৃষি, বাণিজ্য, শিল্প ইত্যাদি মেলার অনুমতি প্রদান

৮) অপসংস্কৃতি ও অশ্লীল বিনোদন কঠোরভাবে নিয়ন্ত্রণ

৯) দেশীয় সংস্কৃতি ও সুস্থ বিনোদন প্রসারে সহায়তা প্রদান এবং

১০) ক্যাবল টেলিভিশন নেটওয়াক পরিচালনা আইন-২০০৮ অনুযায়ী ক্যাবল টিভি পরিচালনা নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ।

 

৩৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী :

১) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে সরকারি নীতিমালা বাস্তবায়ন

২) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সরকারি উদ্যোগে গৃহীত উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন তদারকি ও সমন্বয়

৩) পাবত্য চট্টগ্রাম প্রবিধান ১৯০০ এবং পাবত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণ এবং

৪) পাবত্য জেলাত্রয়সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ প্রদান।

 

৩৪. আন্তঃবিভাগীয় সমন্বয় :

১) জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন

২) জেলার আন্তঃবিভাগীয় কর্মকাণ্ডের সমন্বয় এবং

৩) সরকার কর্তৃক গঠিত বিভিন্ন আন্তঃবিভাগীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন।

 

৩৫) জেলা প্রশাসকের সংস্থাপন :

১) জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ অফিসসমূহের কমকর্তা ও কমচারীদের সংস্থাপন ও আর্থিক বিষয়াদি প্রক্রিয়াকরণ, নিস্পত্তি ও প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ন

২) ফ্রন্ট ডেস্ক স্থাপন

৩) জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ অফিসসমূহের কমকর্তা ও কমচারিদের বিরুদ্ধে প্রয়োজনে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ

৪) কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন

৫) কর্মকর্তাদের মধ্যে কমবণ্টন

৬) সার্কিট হাউজ ও সার্কিট হাউজ প্রাঙ্গন রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন

৭) জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ অফিসসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে পদক্ষেপ এবং

৯) অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/সাংবিধানিক কর্তৃপক্ষ প্রদত্ত বিভিন্ন কর্মকাণ্ড যেমন : পাসপোর্ট, প্রবাসী কল্যাণ, নির্বাচন, বিসিএস পরীক্ষা ইত্যাদি সম্পর্কিত কার্যাদি।

 

৩৬. মানব সম্পদ উন্নয়ন :

১) বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিস কমকর্তাদের ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং কেইস এ্যানোটেশন এর ব্যবস্থাকরণ

২) বিসিএস (প্রশাসন) ক্যাডারের কমকর্তাদের কমদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কম্পিউটার প্রযুক্তিসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ

৩) বিসিএস (প্রশাসন) ক্যাডারের কমকর্তাদের জ্ঞানের পরিধি ও উৎকষ বৃদ্ধির লক্ষ্যে দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ

৪) জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ অফিসসমূহের কমচারিদের কমদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কম্পিউটার প্রযুক্তিসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং

৫) জেলায় কমরত অন্যান্য বিভাগের কমকর্তা ও কমচারিদের জন্য অনুরূপ প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ।

 

৩৭. অভিযোগ শ্রবণ এবং তদন্ত :

১) সপ্তাহের একটি পূব নির্ধারিত দিনে স্থানীয় জনগণের অভিযোগ শ্রবণ এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ

২) আইনানুগ পদ্ধতি অনুসরণে প্রাপ্ত লিখিত অভিযোগ অনুসন্ধান এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং

৩) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ প্রদত্ত অভিযোগের তদন্ত পরিচালনা এবং প্রতিবেদন প্রেরণ।

 

৩৮. স্থানীয় সরকার :

১) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ পরিচালনা

২) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী প্রদান

৩) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রক্রিয়াকরণ

৪) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ প্রস্তাব প্রক্রিয়াকরণ

৫) ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ

৬) ইউনিয়ন পরিষদ সচিবদের সংস্থাপন সম্পর্কিত যাবতীয় কার্যাদি

৭) ইউনিয়ন পরিষদ কর্মচারীদের বেতনের সরকারি অংশ প্রদান

৮) ইউনিয়ন পরিষদ দফাদার ও চৌকিদারদের পোষাক প্রদান

৯) ইউনিয়ন পরিষদ বাজেট অনুমোদন

১০) ইউনিয়ন পরিষদ আয়কর প্রস্তাব অনুমোদন

১১) ইউনিয়ন পরিষদ অডিট আপত্তি নিষ্পত্তি, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ

১২) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও কর্মচারিদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ

১৩) ইউনিয়ন পরিষদ কার্যাদির সামগ্রিক তত্ত্বাবধান ও পরিবীক্ষণ

১৪) ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের সাইট সিলেকশন প্রক্রিয়াকরণ

১৫) আন্তঃ ইউনিয়ন সীমানা বিরোধ নিষ্পত্তি

১৬) ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন কাযক্রম তত্ত্বাবধান

১৭) ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদশন ও দর্শন

১৮) পৌরসভার শ্রেণী উন্নয়নের প্রস্তার প্রক্রিয়াকরণ

১৯) পৌর মেয়র ও কমিশনারদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রক্রিয়াকরণ

২০) ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার সীমানা ঘোষণা ও সংশোধন

২১) জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে সীমানা ও অন্যান্য বিরোধ নিষ্পত্তি

২২) জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়নমূলক কর্মকান্ডের সমন্বয় সাধন

২৩)  নতুন স্থানীয় সরকার কর্তৃপক্ষ যেমন-ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াকরণ

২৪) উপ-পরিচালক, স্থানীয়  সরকার এর মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের  সার্বিক কার্যক্রম তদারকি, পরিবীক্ষণ ও মূল্যায়ন

২৫) উপজেলা পরিষদ সভায়  চেয়ারম্যান প্যানেল প্রস্তুত করা সম্ভবপর না হলে অথবা প্যানেলভুক্ত চেয়ারম্যান দায়িত্ব পালনে অযোগ্য হলে / অসম্মতি জ্ঞাপন করলে চেয়ারম্যান প্যানেল তৈরি প্রক্রিয়াকরণ এবং

২৬) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমস্যা ও সম্ভাবনা এবং অন্য যে কোন ইস্যু স্থানীয় সরকার বিভাগের গোচরীভূত করা।

 

৩৯. যুব ও ক্রীড়া :

১) একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম যুব সম্প্রদায় গড়ে তুলতে ভূমিকা রাখা

২) প্রশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ

৩) যুব সমবায় সমিতির মাধ্যমে সংঘটিত যুবকদের মাঝে খাস পুকুর ইত্যাদি ইজারা প্রদান

৪) বিদেশে কমসংস্থানের সুযোগ রয়েছে এমন প্রশিক্ষণ গ্রহণে যুবকদের উদ্বুদ্ধকরণ

৫) যুব সমাজে মাদকাসক্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৬) জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন

৭) স্থানীয় পর্যায়ে নিয়মিত বিভিন্ন খেলাধূলার আয়োজন

৮) জেলায় মহিলাদের ক্রীড়া উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান

৯) জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে সার্বিক সহযোগিতা প্রদান

১০) জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন

১১) ন্যাশনাল সার্ভিস কর্মসূচির জেলার সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং

১২) ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ।

 

৪০. নারী ও শিশু :

১) নারী শিশু একাডেমীর সভাপতির দায়িত্ব পালন

২) শিশু একাডেমীর মাধ্যমে দেশীয় সুষ্ঠু সংস্কৃতি বিকাশে উদ্যোগ গ্রহণ

৩) শিশুদের সুষ্ঠু বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কমসূচিতে উৎসাহ প্রদান

৪) যৌন হয়রানী (ইভ-টিজিং) বন্ধে কাযকর পদক্ষেপ গ্রহণ

৫) বাল্যবিবাহ রোধে কাযকর পদক্ষেপ গ্রহণ

৬) কিশোর/কিশোরী উন্নয়ন/সংশোধন কেন্দ্রের সুষ্ঠু পরিচালনায় ভূমিকা রাখা

৭) যৌতুক প্রদানের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখা

৮) নারী নির্যাতন ও নিপীড়ন রোধে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখা

৯) নারী উন্নয়ন ও ক্ষমতায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং

১০) জাতীয়  মহিলা সংস্থাকে সার্বিক সহযোগিতা প্রদান।

 

৪১. কৃষি :

১) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির দায়িত্ব পালন

২) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে যথাসময়ে সার ডিলার নিয়োগ প্রস্তাব প্রক্রিয়াকরণ

৩) কৃষকদের মাঝে যথাসময়ে সার সরবরাহ নিশ্চিতকরণ এবং সার পরিস্থিতি সম্পর্কে সরকারকে অবহিত করা

৪) জেলা কৃষিঋণ কমিটির সভাপতির দায়িত্ব পালন

৫) জেলা কৃষি পুনর্বাসন কমিটির দায়িত্ব পালন

৬) দুর্যোগ-উত্তর কৃষি পুনর্বাসন কমসূচি বাস্তবায়ন সমন্বয় সাধন

৭) বিভিন্ন ধরণের কৃষি উপকরণের চাহিদা এবং সরবরাহ পরিবীক্ষণ

৮) কৃষক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষি পণ্য বিপণনে ভূমিকা রাখা

৯) কৃষিমেলা আয়োজনে সহযোগিতা প্রদান

১০) পতিত কৃষিজমি চাষের আওতায় আনার পদক্ষপ গ্রহণ

১১) শতকরা ২ টাকা সুদে ব্যাংক ঋণের মাধ্যমে তেল, ডাল ও মসলা জাতীয় শস্য উৎপাদনের জন্য কৃষককে উদ্বুদ্ধকরণ

১২) ভূ-গভস্থ ও ভূ-উপরস্থ পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সমন্বয় সাধনের উদ্যোগ গ্রহণ এবং

১৩) কৃষি উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত অন্য যে কোন কমসূচি বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন।

 

৪২. বাজার মূ্ল্য পরিবীক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ :

১) ভোগ্যপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য পরিবীক্ষণ

২) ভোগ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ভোক্তা ও বিক্রেতাকে সচেতন করা

৩) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুদদারি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ

৪) ভোগ্যপণ্য এবং অন্যান্য দ্রব্যের নির্বিঘ্নে বাজারে সরবরাহ সনিশ্চিতকরণ

৫) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতির দায়িত্ব পালন

৬) ভোক্তা অধিকার সংরক্ষণের প্রয়োজনীয়  পদক্ষেপ গ্রহণ এবং

৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট অংশ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।

 

৪৩. মৎস্য ও প্রাণিসম্পদ :

১) মৎস্য ও জলসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে পদক্ষেপ গ্রহণ

২) জলাধার, হাওড়-বাওড়, খাল-বিল ও নদী সংরক্ষণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

৩) জলাধারসমূহ সরকারি নির্দেশনা মোতাবেক ইজারা প্রদান

৪) উন্নয়ন প্রকল্পের আওতায় হস্তান্তরিত জলমহালের কাযক্রম পরিবীক্ষণ

৫) সরকারি নির্দেশানুযায়ী অপরিণত মৎস্য শিকার ও বিপণন কঠোরভাবে নিয়ন্ত্রণ

৬) প্রাণিসম্পদ উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান

৭) মৌসুমী অতিথি পাখি নিধনরোধে পদক্ষেপ গ্রহণ এবং গণসচেতনতা সৃষ্টি এবং

৮) প্রাণিসম্পদের সংক্রামণ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ।

 

৪৪. ওয়াকফ, দেবোত্তর এবং ট্রাস্ট সম্পত্তি :

১) ওয়াকফ এবং দেবোত্তর সম্পত্তি পরিচালনা, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ

২) মোতোয়াল্লী এবং সেবায়েত নিয়োগের সুপারিশ প্রদান

৩) ওয়াকফ ও দেবোত্তর সম্পত্তির অর্থায়নে পরিচালিত শিশু নিবাস/এতিমখানার ব্যবস্থাপনা তদারকি এবং

৪) ট্রাস্ট দলিল অনুযায়ী ট্রাস্ট পরিচালনা।

 

৪৫. ধর্ম বিষয়ক :

১) সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় অধিকার নিশ্চিতকরণ

২) ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় নিজস্ব  ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি ধর্মীয় ‍উৎসব যথাযথ মর্যাদায় পালনের নিশ্চয়তা বিধান

৩) হজ পালনে গমনেচ্ছু ব্যক্তিদের হজ্বের আরকান ও আহকাম সম্পর্কে প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান

৪) সরকারি যাকাত ফান্ডের জন্য যাকাত সংগ্রহের পদক্ষেপ গ্রহণ

৫) যাকাত ফান্ড হতে অনুদান পাওয়ার যোগ্য ব্যক্তিদের নির্বাচন

৬) জেলা চাঁদ দেখা কমিটির সভাপতির দায়িত্ব পালন

৭) ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় হতে দুঃস্থদের প্রদত্ত অনুদান প্রাপককে হস্তান্তরে সহযোগিতা

৯) ইমামদের আথ-সামাজিক কমকান্ডের উপর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতা প্রদান

১০) ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিরোধে  গণসচেতনতা সৃষ্টি

১১) জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সুষ্ঠু ঈদ জামাতের আয়োজন এবং

১২) ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কমকান্ড পরিচালনা এবং দারিদ্র বিমোচন কমসূচি ও প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম  বাস্তবায়নে সহযোগিতা প্রদান।

 

৪৬. পাসপোর্ট :

১) সাধারণ পাসপোট ইস্যু, বাতিল ও নবায়ন

২) সাধারণ পাসপোর্টে অন্যান্য বিষয়াদি সংযোজন ও বিয়োজন

৩) মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ ও পাসপোট ইস্যু করা এবং

৪) আঞ্চলিক পাসপোট অফিসের কার্যাবলি তদারকি।

 

৪৭. মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি :

১) মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির তালিকা সংরক্ষণ

২) মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ এবং

৩) মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি সরকারকে অবহিতকরণ।

 

৪৮. স্থানীয় শিল্পের উন্নয়ন :

১) স্থানীয়ভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা প্রদান;

২) বিসিক শিল্প নগরী কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং

৩) ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে উৎসাহ ও সহযোগিতা প্রদান।

 

৪৯. এনজিও বিষয়ক :

১) জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন

২) এনজিওদের কার্যক্রম তদারকি ও সমন্বয়

৩)  এনজিও কার্যক্রমের ওভারল্যাপিং প্রতিরোধে কমক্ষেত্র নির্ধারণে মতামত প্রদান

৪) এনজিওদের অনুকূলে ছাড়পত্র অর্থের যথাযথ ব্যয় পরিবীক্ষণ

৫) এনজিওসমূহের ক্ষুদ্র ঋণ কাযক্রমসহ অন্যান্য কাযক্রম পরিদর্শন/ দর্শন; এবং

৬) এনজিওদের কর্মদক্ষতা সনদ ও অনাপত্তি সনদ প্রদান।

 

৫০. শিল্পকলা :

১) জেলা শিল্পকলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন

২)) জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ পরিচালনা ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা

৩) সুষ্ঠু ধারার দেশীয় সংস্কৃতি বিকাশে উদ্বুদ্ধকরণ

৪) জেলার সাংস্কৃতিক সংগঠনসমূহকে পৃষ্ঠপোষকতা প্রদান

৫) প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ এবং

৬) জাদুঘর, সংগ্রহশালা, আর্টগ্যালারি ইত্যাদি প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান।

 

৫১. উন্নয়ন কার্যক্রমের সমন্বয় :

১) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন

২) জেলার উন্নয়ন কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন ও সমন্বয়  সাধন এবং

৩) জেলার সরকারি, বেসরকারি ও এনজিও কার্যক্রমের সমন্বয় সাধন

 

৫২. প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জনস্বাস্থ্য :

১) জেলা পানি এবং স্যানিটেশন কমিটি (ওয়াটসন) এর সভাপতির দায়িত্ব পালন

২) নিরাপদ পানি পানে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ

৩) জেলায় পানি সরবরাহে নিয়োজিত বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কার্যাদির সমন্বয়

৪) জেলার আর্সেনিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উদ্যোগ গ্রহণ

৫) সরকার ঘোষিত সময়ের মধ্যে জেলার সকল (শতভাগ) জনসাধারণকে স্যানিটেশনের আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ

৬) পানি সরবরাহ এবং স্যানিটেশণ কাযক্রমের অগ্রগতি নিয়মিত ওয়াটসন কমিটিতে পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান

৭) স্যানিটেশন কাযক্রমে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধন

৮) এইডস, এইচআইভি, কু্ষ্ঠ, যক্ষা ইত্যাদি প্রতিরোধে গৃহীত জনসচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা প্রদান

৯) এভিয়েন ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, অ্যানথ্রাক্স ইত্যাদি যেন মহামারি আকার ধারণ করতে না পারে তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সহযোগিতা প্রদান

১০) ইপিআই কমসূচি পালনে সার্বিক সহযোগিতা প্রদান

১১) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কমসূচিসমূহ বাস্তবায়নে সহযোগিতা প্রদান এবং

১২) দুর্যোগকালীন এবং মহামারীর সময় মেডিকেল টিমের সাথে সমন্বয় সাধন।

 

৫৩. জেলার সরকারি আবাসন :

১) জেলা বাসা বরাদ্দ কমিটির সভাপতির দায়িত্ব পালন;

২) সরকারি কমচারিদের আবাসন বরাদ্দকরণ এবং

৩) সরকারি অফিস বরাদ্দ সংক্রান্ত কার্যাদি।

 

৫৪. জাতীয় এবং আন্তর্জাতিক দিবস :

১) বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং সপ্তাহসমূহ উদযাপন এবং

২) বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং সপ্তাহসমূহের কমসূচি গ্রহণে সহযোগিতা প্রদান।

 

৫৫. উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন :

১) সরকারের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনে কাযকর পদক্ষেপ গ্রহণ

২) জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্রের লক্ষ্য অর্জনে পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্টদের লক্ষমাত্রা অজনে সার্বিক সহযোগিতা প্রদান

৩) পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জনে পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্টদের লক্ষমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান

৪) জেলায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদান

৫) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অজনে পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্টদের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান

৬) সরকারের উন্নয়ন পরিকল্পনায় গৃহীত কমসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, তদারকি ও সমন্বয় সাধনসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

 

৫৬. সিটিজেন চার্টার :

১) জেলা প্রশাসকের কার্যালয়ে সিটিজেন চার্টার প্রণয়ন, প্রদশন, হালনাগাদকরণ এবং ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান নিশ্চিতকরণ

২) অধীনস্থ অফিসসমূহের সিটিজেন চার্টার প্রণয়ন/ সংশোধন, প্রদর্শন এবং ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান নিশ্চিতকরণ এবং

৩) ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী জেলার অন্যান্য অফিসসমূহের সেবা প্রদান কার্যক্রম পরিবীক্ষণ।

 

৫৭.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :

১)  অফিসের কর্মকান্ডে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) এর সর্বোত্তম ব্যবহার

২) সকল কমকর্তা এবং কর্মচারীর কম্পিউটার দক্ষতা নিশ্চিতকরণ

৩) ভিডিও কনফারেন্সের আয়োজন

৪) জেলা তথ্য বাতায়ন সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদকরণ

৫) ই-গভর্নেন্স এবং ই-রিপোটিং বাস্তবায়ন

৬) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ

৭) জেলা, উপজেলার ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত/স্থাপিতব্য ই-সেবা কেন্দ্রসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনা নিশ্চিতকরণ

৮) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণ এবং

৯) জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  কমিটির সভাপতির দায়িত্ব পালন।

 

৫৮. তথ্য অধিকার :

১) তথ্য অধিকার আইন,২০০৯ অনুযায়ী ‘দায়িত্ব প্রাপ্ত কমকর্তা’ নিয়োগ এবং আগ্রহী ব্যক্তিদেরকে তথ্য সরবরাহ করা

২) নিয়মিত সরকারি ই-মেইল পরীক্ষাকরণ এবং জনগণের কাছ থেকে প্রাপ্ত ই-মেইলের প্রাপ্তি স্বীকারসহ প্রতিউত্তর প্রদান

৩) জনগণকে সেবা প্রদানের নিমিত্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাসহ ফ্রন্ট ডেস্ক স্থাপন; এবং ফ্রন্ট ডেস্কের তথ্য হালনাগাদকরণ এবং

৪) জেলা তথ্য বাতায়নে জেলার গুরুত্বপূণ তথ্যাদি প্রকাশ।
 

৫৯. জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ :

১) পরিবেশ দূষণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবতনের বিরূপ প্রভাব মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ এবং এক্ষেত্রে অন্যান্যদের গৃহীত কমসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান ও সমন্বয় সাধন

২) পরিবেশ দূষণ রোধে উদ্ভাবিত দেশীয় লাগসই প্রযুক্তির প্রচার ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ

৩) বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব এবং  প্রতিকারের উপায় সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি

৪) ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ

৫) জেলা পরিবেশ কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং

৬) জলবায়ু পরিবতন বিষয়ক ট্রাস্টি বোড কর্তৃক অনুমোদিত প্রকলাপ/ কর্মসূচির বাস্তবায়ন, সমন্বয় ও পরিবীক্ষণ।

 

৬০. বনায়ন :

১) বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধকরণ

২) বৃক্ষ নিধনের অপকারিতা ও পরিবেশের উপর এর বিরূপ প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা

৩) সামাজিক বনায়ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ

৪) রাস্তাঘাট, বাঁধ, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রাঙ্গণে বনায়নে উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা প্রদান এবং

৫) বন আইন অনুযায়ী বন সংরক্ষণ ও সম্প্রসারণে ভূমিকা রাখা।

 

৬১. প্রবাসী কল্যাণ :

১) জেলার প্রবাসীদের ডাটাবেজ ও তালিকা প্রস্তুত

২) মানব পাচার রোধে ব্যবস্থা গ্রহণ

৩) বিদেশগামী ব্যক্তিদের প্রতারণা ও হয়রানির হাত থেকে রক্ষা করা

৪) প্রবাসী কল্যাণ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম এবং

৫) বিদেশে চাকুরি গ্রহণে আগ্রহী ব্যক্তিদেরকে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ গমনে উদ্বুদ্ধকরণ।

 

৬২. অন্যান্য কার্যক্রম :

১) উপরে কোথাও উল্লেখ নেই কিন্তু সরকারি আইন, অধ্যাদেশ, বিধিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, স্মারক, দলিল-দস্তাবেজ ইত্যাদিতে উল্লেখ আছে এমন নির্বাহী কার্যক্রম

২) উপরে কোথাও উল্লেখ নেই কিন্তু সরকারি আইন, অধ্যাদেশ, বিধিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, স্মারক, দলিল-দস্তাবেজ ইত্যাদিতে উল্লেখ আছে এমন উন্নয়ন কার্যক্রম;

৩) উপরে কোথাও উল্লেখ নেই কিন্তু সরকারি আইন, অধ্যাদেশ, বিধিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, স্মারক, দলিল দস্তাবেজ ইত্যাদিতে উল্লেখ আছে এমন আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কার্যক্রম;

৪) উপরে কোথাও উল্লেখ নেই কিন্তু সরকারি আইন/অধ্যাদেশ ইত্যাদিতে উল্লেখ আছে এমন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম; এবং

৫) সরকার কর্তৃক সময়ে সময়ে অর্পিত যে কোন কার্যক্রম।