শিরোনাম
বরিশালে উদীচীর তিনদিন ব্যপী বসন্ত উৎসবের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিস্তারিত
বাসন্তী বিকেলে এসো স্নাত হবো আনন্দধারায় ঋতুরাজ বসন্তকে বরণ করতে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক এর আয়োজনে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে তিনদিন ব্যপী বসন্ত উৎসব ১৪২৬ আয়োজন করেন। আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায় তিনদিন ব্যপী বসন্ত উৎসবের আজ সমাপনী দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুর রহমান মিরণ সভাপতি উদীচী বরিশাল জেলা সংসদ। বিশেষ আলোচক ছিলেন সহ-সভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ বিশ্বনাথ দাস মুনশী, সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আজমল হোসেন লাবু, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন স্নেহাংশু কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, উদীচী বরিশাল জেলা সংসদসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা তিনদিন ব্যপী বসন্ত উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।