Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় শতপাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন।
বিস্তারিত
আজ এই দিনে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ১৭ মার্চ ২০২০ তাঁর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় শতপাউন্ড কেক কাটার পাশাপাশি জনকল্যাণমূলক নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন করেন জেলা প্রশাসন বরিশাল। উদযাপন উপলক্ষে বিভাগীয় কমিশনার বরিশাল আজ মঙ্গলবার সকাল ৯ টায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সাথেসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধু ও মুজিব কর্ণার এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল। সাড়ে দশটার দিকে জেলা প্রশাসন কর্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে অতিথিদের অংশগ্রহণে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ১০০ পাউণ্ডের কেক কাটা হয়। কেক কাটা শেষে জাতির পিতার জীবনী নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভায় অতিথিরা তার জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ১১ টি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তার খাতগুলি হলো, অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা অনুদান প্রদান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান, ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী প্রদান, নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান, ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ, দূর্যোগ সহনীয় ঘর হস্তান্তর, সামাজিক বনায়নে সৃজিত বাগানের উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ, যুবঋণ প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান, শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে হিয়ারিং এইড প্রদান কার্যক্রম। পরে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনমচা থেকে বিশেষ অংশ পাঠ, নৃত্য, গান, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুর রাজ্জাক, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ কুতুবউদ্দিন আহমেদ, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদাসহ বিভিন্ন প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপুর ১ টার দিকে সরকারি জিলা স্কুলের আয়োজনে শতবৃক্ষরোপণের মধ্য দিয়ে জাতির জনকের জন্মশতবার্ষিকীর উদযাপন করা হয় এ সময় জেলা প্রশাসক বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান। এদিকে সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তারি অংশ হিসেবে কালেক্টরেট জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর ৩ টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মাঝে জেলা প্রশাসক কর্তৃক মিষ্টি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৪ টার দিকে শিশু পরিবার দক্ষিণের সরকারি শিশু পরিবার সমূহের শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিশু পরিবারের শিশুরা। এসময় জেলা প্রশাসক কর্তৃক মিষ্টি বিতরণ ও এতিম শিশুদের ডেইরী ফার্ম মালিকদের সহযোগিতায় শিশু পরিবারের শিশুদের মাঝে দুগ্ধ পান করানো হয়। সেখান থেকে বিকাল ৫ টায় বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশালের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। সেখান থেকে বের হয়ে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির আয়োজনে শতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুদের সাথে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন জেলা প্রশাসক বরিশাল। সন্ধ্যা ৭ টার দিকে শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের শিশুদের সাথে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাদের সাথে কেক কাটেন এবং জেলা প্রশাসক কর্তৃক মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তিনি শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের শিশুদের বিভিন্ন পারফরম্যান্স উপভোগ করেন। সেখান থেকে বেরিয়ে রাত ৮ টায় সার্কিট হাউস প্রাঙ্গনে বর্ণিল জমকালো আতশবাজি ফুটানোর মাধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপনের সমাপ্তি ঘটানো হয়। সার্কিট হাউস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি স্যাটেলাইট টিভিতে উপভোগ করার আয়োজন করা হয়।প্রশাসন বরিশালের সকল আয়োজন স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/03/2020
আর্কাইভ তারিখ
04/04/2020