প্রাণঘাতী করোনা ভাইরাস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশা এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। নিন্ম আয়ের খেটে-খাওয়া অস্বচ্ছল মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করছে প্রশাসন। আজ ১৮ মে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে বরিশাল নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স হল রুমে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল ১১২ জন মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ কুতুবউদ্দিন আহমেদ, জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরীসহ আরও অনেকে।এসময় প্রত্যেক পরিবারকে নিত্য প্রয়োজনীয় বাজার চাল, ডাল, আলু, সেমাই, চিনি, সাবান খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ কর হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস