Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরিশালে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বিস্তারিত
বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি সিমীত আকারে পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা-০১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাক আউট করা হয়। আজ বৃহস্পতিবার প্রত্যুষে পুলিশ লাইন বরিশাল ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ১০টায় জেলা সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জাতীয় পতাকা কে সম্মান প্রদর্শন করেন ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীসহ প্রমুখ। জেলায় অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির ও উপসনালয় দোয়া-প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার বিতরন ও আলোকসজ্জা।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/03/2020
আর্কাইভ তারিখ
04/04/2020