শিরোনাম
বরিশালে সমাজসেবার আয়োজনে শিশু পরিবারে পিঠা উৎসব অনুষ্ঠিত।
বিস্তারিত
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টার দিকে সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) এ পিঠা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অমৃত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনা পরিচালক শ্রী বিজয় কৃষ্ণ দে, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ সহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পাশাপাশি অতিথিরা শিশু পরিবারের পিঠা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে অতিথিরা পিঠার স্টল পরিদর্শন করেন।