শিরোনাম
বরিশালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ এর উদ্বোধন।
বিস্তারিত
আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার দিকে মন্ত্রীপরিষদ বিভাগ এর আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে ২ দিনব্যাপি জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (সমন্বয়) মন্ত্রীপরিষদ বিভাগ ড. শাহনাজ আরেফিন এনডিসি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ জাকারিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ মোহাম্মদ খালেদ হোসেন, উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ মোসাম্মৎ সুরাইয়া বেগম, উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ মোঃ শহিদুল ইসলামসহ বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ২১ টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান,সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে যথারীতি প্রশিক্ষণ শুরু হয়, প্রশিক্ষণ চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।